Wellcome to National Portal
Main Comtent Skiped

List of services

৫০ শয‌্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ‌্য কমপ্লেক্স, মোল্লাহাট, বাগেরহাট এর সেবার তালিকা

১. আন্ত বিভাগে ২৪ ঘন্টা ভর্তি রোগীর সেবা প্রদান করা হয়।

২.জরুরী বিভাগে ২৪ ঘন্টারোগীর সেবা প্রদান করা হয়।

৩.বহিঃ বিভাগে সরকারী ছুটির দিন ব‌্যতীত সকাল ৮.০০ ঘটিকা হইতে দুপুর ২.৩০ ঘটিকা পর্যন্ত সেবা প্রদান করা হয়।

৪. ওআরটি কর্নারে ডায়রিয়া রোগীদের সেবা প্রদান করা হয়।

৫.আইএমসিআই কর্নার্-ে৫ বছর বয়সী শিশুদের সেবা প্রদান করা হয়।

৬.এএনসি ও পিএনসি কর্নারে গর্ভবতী ও প্রসূতি মায়ের সেবা প্রদান করা হয়।